Tuesday, September 19, 2017

স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফরম কি ভাবে পূরণ করব? [পার্ট-০৫]

এখানে “স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফরম কি ভাবে পূরণ করব?” এর  পঞ্চম  অংশ পর্যায়ক্রমে দেয়া হলো।


পার্ট-০৫

এ  অংশটিও মূলত একটি মেডিক্যাল সার্টিফিকেট যা নিবন্ধিত ডাক্তারের নিকট থেকে নিতে হবে। এটি ডাক্তার নিজে আপনাকে পরীক্ষা করে পূরণ করবেন। তবে, আমাদের দেশের ডাক্তারগণ অতি ব্যস্ত মানুষ। কাজেই আগে থেকে পূরণ করে নিয়ে গেলে তার ও আপনারা উভয়েরই সময় বাঁচবে।





ক্রমিক নং ১:   ক্রমিক নং ১ এ আপনার বয়স লিখতে হবে। 

ক্রমিক নং ২:  আপনার চোখে কোন  ত্রুটি  থাকলে Yes-এ টিক দিতে হবে। আর ত্রুটি না থাকলে No-টিক দিতে হবে। 

ক্রমিক নং ৩: ক্রমিক নং ২-এ যদি Yes-এ টিক দেওয়া হয় এবং তা চশমা দিয়ে সঠিক হলে Yes-এ টিক দিতে হবে আর চশমা দ্বারও ঠিক না হলে No-তে টিক দিতে হবে। 

ক্রমিক নং ৪:  আবেদনকারী লাল ও সবুজ কালার চিনতে পারে কি না? চিনতে পারলে Yes-এ টিক দিতে হবে আর না পারলে No-তে টিক দিতে হবে। 

ক্রমিক নং ৫: আবেদনকারীর রাতকানা রোগ আছে কি না? যদি থাকে তাহলে Yes-এ টিক দিতে হবে আর না থাকলে No-তে টিক দিতে হবে। 

ক্রমিক নং ৬: আবেদনকারীর কোন রকম বধিরতা বা কানে শোনায় কোন সমস্যা আছে কি না? যদি থাকে তাহলে Yes-এ টিক দিতে হবে আর না থাকলে No-তে টিক দিতে হবে। 


ক্রমিক নং ৭: আবেদনকারীর কোন রকম অঙ্গহানি আছে কি না যা ড্রাইভিং-এ বাধা সৃষ্টি করতে পারে ? যদি থাকে তাহলে Yes-এ টিক দিতে হবে আর না থাকলে No-তে টিক দিতে হবে।

ক্রমিক নং ৮: আবেদনকারী মাদকাসক্ত কি না ? যদি থাকে তাহলে Yes-এ টিক দিতে হবে আর না থাকলে No-তে টিক দিতে হবে।

ক্রমিক নং ৯: আবেদনকারী শারীরিক, মানসিক ও দৃষ্টিশক্তির দিক থেকে সুস্থ কি না? সুস্থ থাকলে  Yes-এ টিক দিতে হবে আর না থাকলে No-তে টিক দিতে হবে।

ক্রমিক নং ১০: আবেদনকারী শরীরে কোন দৃশ্যমান কোন চিহ্ন থাকলে যা তাকে চিনতে সহায়ক হবে তা এখানে লিখতে হবে (ইংরেজি Capital Letter-এ)। 


ক্রমিক নং ১১ এর উপরের ডিক্লারেশন বা ঘোষনা অংশে আবেদনকারীর নাম লিখতে হবে (ইংরেজি Capital Letter-এ)। 

ক্রমিক নং ১১:  এ অংশে ডাক্তারের নাম লিখতে হবে (ইংরেজি Capital Letter-এ)। 

ক্রমিক নং ১২:  এ অংশে ডাক্তারের পদবী লিখতে হবে (ইংরেজি Capital Letter-এ)। 

ক্রমিক নং ১৩:  এ অংশে ডাক্তারের  নিবন্ধন নাম্বার লিখতে হবে। 

ক্রমিক নং ১৪:  এ অংশে ডাক্তার স্বাক্ষর করবেন এবং তাঁর সিল দিবেন। 

ক্রমিক নং ১৫:  এ অংশে ডাক্তার যে দিন স্বাক্ষর করবেন সে তারিখ লিখতে হবে। 

এপর্যন্ত হলো স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের মূল ফরম পূরণের ধাপসমূহ। এছাড়াও আরও একটি ফরম আছে যা বাংলায় পূরণ করতে হয় যা অতি সহজ। তাই তা আর এখানে দেওয়া হলো না। আপনাদের চাহিদার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে তা পূরণের পদ্ধতি দেওয়ার চেষ্টা করব। 


3 comments:

  1. There is also 3 pages Bangla form along with this Smart card English form. How to fill that? Specially page-3 where we need signature from BRTA office. Also need to add driving test result. How to get that. Please let us know that part as well in detail.
    How to get Result after driving test?

    ReplyDelete
  2. অপেশাদার চালক হিসেবে মোটরযান চালনার লাইসেন্সের জন্য আবেদনপত্র - পূরণের নমুনা আছে কি ? There is also 3 pages Bangla form along with this Smart card English form. How to fill that? Specially page-3 where we need signature from BRTA office. Also need to add driving test result. How to get that. Please let us know that part as well in detail.
    How to get Result after driving test?

    ReplyDelete
  3. Please provide the Bangla form too, to remove the confusions

    ReplyDelete