Sunday, September 17, 2017

আমি গত আগস্ট ২০১৬-তে গাড়ি কিনেছি, কিন্তু ২০১৪-২০১৫ অর্থবছরের অপরিশোধিত অগ্রিম আয়কর কেন দিব?

অগ্রিম আয়কর বিআরটিএর কোন ফি বা সার্ভিস চার্জ না। জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা মোতাবেক গাড়ি সিসি বা শ্রেণী অনুযায়ী নির্ধারিত হরে গাড়ির মালিকগণ (প্রতিষ্ঠান বা ব্যক্তি) তার আয়কর অগ্রিম পরিশোধ করে থাকেন এবং আয়কর রিটার্ন দাখিল করার সময় তা সমন্বয় করে থাকেন। এখানে উল্লেখ্য যে, 2014-15 অর্থবছরের অপরিশোধিত অগ্রিম আয়কর গাড়ির অনুকূলে পরিশোধ করার বিধান রয়েছে, যা গাড়ির বর্তমান মালিকের আয়কর রিটার্ন-এর সাথে সমন্বয়ের সুযোগ রয়েছে। কিন্তু পূর্ববর্তী মালিকের আয়কর রিটার্ন-এ তা সমন্বয় করার সুযোগ নেই। কাজেই, গাড়ির বর্তমান মালিক উক্ত অপরিশোধিত অগ্রিম আয়কর পরিশোধ কবেন এবং তার আয়কর রিটার্ন-এর সাথে সমন্বয় করবেন।

No comments:

Post a Comment