বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) থেকে নির্দিষ্ট সেবা যেমন - ড্রাইভিং লাইসেন্স,
মোটর গাড়ি নিবন্ধন, মোটরসাইকেল রেজিস্ট্রেশন ইত্যাদি সেবা নেওয়ার ক্ষেত্রে কিছু নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়। এসকল প্রক্রিয়া সম্বন্ধে সঠিক জ্ঞান না থাকার করণে আবেদনকারী অনিশ্চয়তা অনুভব করেন। এ সুযোগ নিয় একদল কুচক্রী মহল বেশ মোটা অংকে টাকা হাতিয়ে নেন। এ কুচক্রী মহল জনসাধারণকে বিআরটিএ সম্বন্ধে একটি নেতিবাচক ধারনা দিয়ে থাকে। যার ফলে আবেদনকারী সরাসরি বিআরটিএ-তে আবেদন করতে ভয় পান। কিন্তু বাস্তবতা এখন অনেকটাই ভালো হয়েছে। সাধারণ জনগণকে সহজ ভাষায় এ সকল সেবা গ্রহণ প্রক্রিয়া সম্বন্ধে একটি ধারণা দেওয়ার জন্য এ ব্লগ তৈরি করা হয়েছে। আশা করি এ ব্লগটি সকলের উপকারে আসবে।
মোটর গাড়ি নিবন্ধন, মোটরসাইকেল রেজিস্ট্রেশন ইত্যাদি সেবা নেওয়ার ক্ষেত্রে কিছু নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়। এসকল প্রক্রিয়া সম্বন্ধে সঠিক জ্ঞান না থাকার করণে আবেদনকারী অনিশ্চয়তা অনুভব করেন। এ সুযোগ নিয় একদল কুচক্রী মহল বেশ মোটা অংকে টাকা হাতিয়ে নেন। এ কুচক্রী মহল জনসাধারণকে বিআরটিএ সম্বন্ধে একটি নেতিবাচক ধারনা দিয়ে থাকে। যার ফলে আবেদনকারী সরাসরি বিআরটিএ-তে আবেদন করতে ভয় পান। কিন্তু বাস্তবতা এখন অনেকটাই ভালো হয়েছে। সাধারণ জনগণকে সহজ ভাষায় এ সকল সেবা গ্রহণ প্রক্রিয়া সম্বন্ধে একটি ধারণা দেওয়ার জন্য এ ব্লগ তৈরি করা হয়েছে। আশা করি এ ব্লগটি সকলের উপকারে আসবে।
এই ব্লগ সমন্ধে আপনার সুচিন্তিত মতামত, পরামর্শ, উপদেশ সকলের উপকারে আসতে পারে। সুতরাং আপনার সুচিন্তিত মতামত, পরামর্শ, উপদেশ প্রদান করার জন্য অনুরুধ করছি।
আমি আমার অপেশাদার হাল্কা ড্রইভিং লাইসেন্সে মটর সাইকেল যোগ করতে চাচ্ছি। দয়া করে সঠিক তথ্য আর নিয়মাবলি দিয়ে সহায়তা করবেন।
ReplyDelete