Wednesday, September 20, 2017

এই ব্লগ তৈরির উদ্দেশ্য

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি  (বিআরটিএ) থেকে নির্দিষ্ট সেবা যেমন - ড্রাইভিং লাইসেন্স,
মোটর গাড়ি নিবন্ধন, মোটরসাইকেল রেজিস্ট্রেশন ইত্যাদি সেবা নেওয়ার ক্ষেত্রে কিছু নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়। এসকল প্রক্রিয়া সম্বন্ধে সঠিক জ্ঞান না থাকার করণে আবেদনকারী অনিশ্চয়তা অনুভব করেন। এ সুযোগ নিয় একদল কুচক্রী মহল বেশ মোটা অংকে টাকা হাতিয়ে নেন। এ কুচক্রী মহল জনসাধারণকে  বিআরটিএ সম্বন্ধে একটি নেতিবাচক ধারনা দিয়ে থাকে। যার ফলে আবেদনকারী সরাসরি বিআরটিএ-তে আবেদন করতে ভয় পান। কিন্তু বাস্তবতা  এখন অনেকটাই ভালো হয়েছে।  সাধারণ জনগণকে সহজ ভাষায় এ সকল সেবা গ্রহণ প্রক্রিয়া সম্বন্ধে একটি ধারণা দেওয়ার জন্য এ ব্লগ তৈরি করা হয়েছে। আশা করি এ ব্লগটি সকলের উপকারে আসবে।
এই ব্লগ সমন্ধে আপনার সুচিন্তিত মতামত, পরামর্শ, উপদেশ সকলের উপকারে আসতে পারে। সুতরাং আপনার সুচিন্তিত মতামত, পরামর্শ, উপদেশ প্রদান করার জন্য অনুরুধ করছি 

1 comment:

  1. আমি আমার অপেশাদার হাল্কা ড্রইভিং লাইসেন্সে মটর সাইকেল যোগ করতে চাচ্ছি। দয়া করে সঠিক তথ্য আর নিয়মাবলি দিয়ে সহায়তা করবেন।

    ReplyDelete