এ অংশটিও মূলত স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফরমের দ্বিতীয় ধাপের অংশ যেখানে আবেদনকারীকে তার ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত তথ্য পূরণ করতে হবে।
পার্ট-০৪
ক্রমিক নং ২৯: নতুন আবেদনকারীর এ অংশটি পূরণ করার প্রয়োজন নেই। যারা ড্রাইভিং লাইসেন্স হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার কারণে প্রতিলিপি নিতে চান অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের ডুপ্লিকেট কপি নিতে চান তারা পূরণ করবেন। তবে মনে রাখবেন ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে অবশ্যই থানায় জিডি করতে হবে এবং ট্রাফিক অফিস থেকে ট্রাফিক ক্লিয়ারেন্স নিয়ে বিআরটিএ-তে আবেদন করতে হবে।
ক্রমিক নং ৩২ ও ৩৩: নতুন আবেদনকারীর এ অংশটি পূরণ করার প্রয়োজন নেই। যারা ড্রাইভিং লাইসেন্সে মোটরযানের শ্রেনী পরিবর্তন করতে চান তাদের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন- আপনার হালকা (Light) মোটরযান চলনার ড্রাইভিং লাইসেন্স আছে। এখন আপনি মধ্যম (Medium) মানের মোটরযান চালানোর করতে চান সেক্ষেত্রে এ অংশটি পূরন করতে হবে। প্রথমে ক্রমিক নং ৩১ -এ আপনার বর্তমান ড্রাইভিং লাইসেন্সের শ্রেণী যেটি আছে তাতে টিক দিন এবং যে নতুন শ্রেণীর ড্রাইভিং লাইসেন্স চান চান তা ক্রমিক নং ৩২ -এ টিক দিন।
ক্রমিক নং ৩৪ ও ৩৫: নতুন আবেদনকারীর এ অংশটি পূরণ করার প্রয়োজন নেই। যারা ড্রাইভিং লাইসেন্সে ধরণ পরিবর্তন করতে চান তাদের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন- আপনার অপেশাদার ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু এখন আপনি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছেন সে ক্ষেত্রে এ অংশটি পূরণ করতে হবে। আপনার বর্তমান ড্রাইভিং লাইসেন্সের ধরণ অনুযায়ী ক্রমিক নং ৩৪-এর নির্ধারিত ঘরে টিক দিন। আপনার বর্তমান ড্রাইভিং লাইসেন্সের ধরণ যদি অপেশাদার থাকে এবং তা আপনি পেশাদার করতে চান তাহলে ক্রমিক নং ৩৫ এর প্রথম অংশে যে ধরণের মোটরযান চালনার পেশাদার ড্রাইভিং লাইসেন্স চাচ্ছেন তার ঘরে টিক দিন। আর আপনার যদি পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকে এবং আপনি অপেশাদার করতে চাচ্ছেন তাহলে ক্রমিক নং ৩৫ এর দ্বিতীয় অংশে চাহিত ঘরে টিক দিন।
ক্রমিক নং ৩৬: নতুন আবেদনকারীর এ অংশটি পূরণ করার প্রয়োজন নেই। যার ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু ড্রাইভিং লাইসেন্সে প্রদত্ত ঠিকানা পরিবর্তন করতে চান তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এ অংশটি ক্রমিক নং ১১ -এর অনুরুপভাবে পূরণ করতে হবে।
ক্রমিক নং ৩৭-৩৮: এ অংশটি নতুন আবেদনকারীর এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নকারী ক্ষেত্রে প্রযোজ্য হবে। আপনি যে তারিখে বিআরটিএ’র ড্রাইভিং পরীক্ষায় পাশ করেছেন সে তারিখ
ক্রমিক নং ৩৭ এর লিখতে হবে এবং পরীক্ষা পাশে যে তালিকা (রেজুলেশন) বিআরটিএ থেকে প্রকাশ করা হয় তাতে যে সিরিয়াল নাম্বার আছে তা ক্রমিক নং ৩৮ এ লিখতে হবে।
ক্রমিক নং ৩৯: যারা পিএসভি (পাবলিক সার্ভিস ভেহিকল) চালনার ড্রাইভিং লাইসেন্স করতে চান এ অংশটি প্রযোজ্য হবে। এ ঘরে আরটিসি (রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটি)-এর অনুমোদনের তারিখ লিখতে হবে। নতুন আবেদনকারীরা এ অংশ ফাঁকা রাখবেন।
ক্রমিক নং ৪০: এ অংশটি মূলত আবেদনকারী ডিক্লারেশন/ঘোষণ/শর্ত।
ক্রমিক নং ৪১: আবেদনকারী যে তারিখে আবেদন ফরমটি বিআরটিএ অফিসে জমা দিতে চাচ্ছেন এ ঘরে সে তারিখ লিখতে হবে।
ক্রমিক নং ৪২: আপনি যদি ক্রমিক নং ৪০-এর সাথে একমত হন তাহলে এ ঘরে আপনার স্বাক্ষর দিতে হবে। মূলত এটিই আদেন ফরশে শেষ স্বাক্ষর। স্বাক্ষর না দিলে আবেদন পত্রটি বিআরটিএ গ্রহণ করবে না।
এ অংশটি বিআরটিএ পূরণ করবে। কাজেই এ অংশটি আবেদনকারী ফাঁকা রাখবেন।
স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স ফরম পূরণের বাকী অংশ দেখার জন্য স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফরম কি ভাবে পূরণ করব? [পার্ট-০৫] -তে ক্লিক করার অনুরোধ করা হলো।
- স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফরম কি ভাবে পূরণ করব? [পার্ট-০১]
- স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফরম কি ভাবে পূরণ করব? [পার্ট-০২]
- স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফরম কি ভাবে পূরণ করব? [পার্ট-০৩]
- স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফরম কি ভাবে পূরণ করব? [পার্ট-০৪]
- স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফরম কি ভাবে পূরণ করব? [পার্ট-০৫]
No comments:
Post a Comment