Thursday, September 21, 2017

স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফরম কি ভাবে পূরণ করব? [পার্ট-০৩]

এখানে “স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফরম কি ভাবে পূরণ করব?” এর তৃতীয়  অংশ পর্যায়ক্রমে দেয়া হলো। 
তৃতীয় অংশটি মূলত স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফরমের দ্বিতীয় ধাপ। এ অংশে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত তথ্য দিয়ে পূরণ করতে হবে।   এখানে “স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফরম কি ভাবে পূরণ করব? [পার্ট-০৩]” - পর্যায়ক্রমে আলোচনা করা হলো।


দ্বিতীয় ধাপ


ক্রমিক নং ২০: এখানে বিআরটিএ অফিস কর্তৃক পূরণ করা হবে। আবেদনকারী এ ঘরটি ফাঁকা রাখবেন।

ক্রমিক নং ২১: এখানে আবেদনকারী ব্যাংকে ড্রাইভিং লাইসেন্স ফি জমা দিলে ব্যাংক তেকে যে মাটি রিসিপ্ট দিবেন তাতে একটি ১৩ ডিজিটের ব্যাংক ট্রানজেকশন নাম্বার থাকে সেটি এ ঘরে বসাতে হবে। ট্রানজেকশন নাম্বার কোথায় পাবেন তার একটা নমুনা নিচে চিত্রে দেওয়া হলো। 


উল্লেথ্য যে, অনেকে ট্রানজেকশন নাম্বারের পরিবর্তে  ই-ট্র্যাকিং নাম্বার দিয়ে থাকেন। একটু খেয়াল করবেন ট্রানজেকশন নাম্বার ই-ট্র্যাকিং নাম্বারের উপরে থাকে।


ক্রমিক নং ২২:  ক্রমিক নং ২২ নতুন ড্রাইভিং লাইসেন্স আবেদনকারীদের জন্য প্রযোজ্য নয়। যে সকল আবেদনকারী ড্রাইভিং লাইসেন্স নবায়ন, ডুপ্লিকেট কপি, তথ্য বা বানান সংশোধন ইত্যাদি কাজের জন্য আবেদন করবেন অর্থাৎ যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা তাদের ড্রাইভিং লাইসেন্স নাম্বার এখানে লিখবেন। 

ক্রমিক নং ২৩:  ড্রাইভিং লাইসেন্সটি বাংলায় চাইলে “বাংলা” অথবা ইংরেজিতে চাইলে “ইংরেজি”-তে টিক দিতে হবে। তবে,  “ইংরেজি”-তে টিক দেওয়া বুদ্ধিমানের কাজ হবে, কারণ দেশের বাইরে ইংরেজি ড্রাইভিং লাইসেন্সের গ্রহণযোগ্যতা আছে। 


ক্রমিক নং ২৪: এখানে আবেদনকারীর প্রকৃতি কি তাতে টিক দিতে হবে। যেমন- সাধারণ নাগরিক হলে “General”-এর ঘরে টিক দিতে হবে। আর্মি, নৌবাহিনি বা এয়ারফোর্সের সদস্য হলে “Defense Personnel”-এর ঘরে টিক দিবেন। বিদেশী হলে “Foreigner”-এর ঘরে টিক দিবেন।   কূটনীতিজ্ঞ হলে “Diplomat”-এর ঘরে টিক দিবেন।

ক্রমিক নং ২৫: এখানে আবেদনের ধরন নির্বাচন করতে হবে। যেমন :- 
(a) লার্নার ড্রাইভিং লাইসেন্স চাইলে “a) Learner License”-এর ঘরে টিক দিবেন; 
(b) নতুন স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করলে “b) DL issue”-এর ঘরে টিক দিবেন; 
(c) ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য আবেদন করলে “c) Renewal”-এর ঘরে টিক দিবেন; 
(d) ড্রাইভিং লাইসেন্স-এর প্রতিলিপি বা ডুপ্লিকেট কপির জন্য আবেদন কররে “d) Duplicate”-এর ঘরে টিক দিবেন; 
(e) বর্তমান ড্রাইভিং লাইসেন্সের সাথে মোটরযানের শ্রেণি সংযোজন করতে চাইলে অর্থাৎ হালকা মোটরযান চালনার ড্রাইভিং লাইসেন্স আছে তার সাথে মোটরসাইকেল যোগ করতে চাইলে বা মোটরসাইকেল চালনার ড্রাইভিং লাইসেন্স আছে তার সাথে প্রাইভেট কার সংযোজন করতে চাইলে “e) Addition to DL”-এর ঘরে টিক দিবেন; 
(f) বর্তমান ড্রাইভিং লাইসেন্সে মোটরযানের শ্রেণি পরিবর্তন করতে চাইলে অর্থাৎ হালকা মানের মোটরযান চালনার ড্রাইভিং লাইসেন্স আছে তা এখন মধ্যম মানের মোটরযান চালানোর ড্রাইভিং লাইসেন্স চাইলে “f) Change of Vehicle Class”-এর ঘরে টিক দিবেন; 
(g) বর্তমান ড্রাইভিং লাইসেন্সের প্রকৃতি পরিবর্তন করতে চাইলে অর্থাৎ পেশাদার আছে অপেশাদার করতে চাইলে বা অপেশাদার আছে পেশাদার করতে চাইলে “g) Change Type of License”-এর ঘরে টিক দিবেন; 
(h) পাবলিক সার্ভিস ভেহিকল (পিএসভি) লাইসেন্স অর্থাৎ ভারি মোটরযান যেমন বড় বাস বা বড় ট্রাক চালানোর ড্রাইভিং লাইসেন্স চাইলে “h) PSV”-এর ঘরে টিক দিবেন (সরাসরি পিএসভি লাইসেন্স পাওয়ার সুযোগ নেই); 
(i) ড্রাইভিং লাইসেন্সে ঠিকানা পরিবর্তন করতে চাইলে “i) Change of Address”-এর ঘরে টিক দিবেন। 


ক্রমিক নং ২৬: শুধুমাত্র নতুন ড্রাইভিং লাইসেন্সের আবেদনের ক্ষেত্রে এঘরে প্রশিক্ষকের ড্রাইভিং লাইসেন্স নাম্বার লিখতে হবে। তবে মোটরসাইলের ড্রাইভিং লাইসেন্সের জন্য এটি প্রযোজ্য নয়।

ক্রমিক নং ২৭: ড্রাইভিং লাইসেন্সের ধরণ পেশাদার হলে “Professional”-এর ঘরে টিক দিতে হবে অথবা ড্রাইভিং লাইসেন্সের ধরণ অপেশাদার হলে “Non-Professional”-এর ঘরে টিক দিতে হবে। 


ক্রমিক নং ২৮: এ অংশে মোটরযানে শ্রেণি নির্বাচন করতে হব। 
a(i) যারা নতুন পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন তার আবেদনের ধরণ অনুযায়ী মোটরযানের শ্রেণি “Three Wheeler” অথবা “Light Vehicle” অথবা উভয় ঘরেই টিক দিবেন। 
a(ii) যারা পেশাদার হালকা মানের মোটরযানের ড্রাইভিং লাইসেন্স থেকে মধ্যম মানের মোটরযান চালনার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন তারা “Medium Vehicle”-এর ঘরে টিক দেবেন।
a(iii) যারা পেশাদার মধ্যম মানের মোটরযানের ড্রাইভিং লাইসেন্স থেকে ভারি মানের মোটরযান চালনার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন তারা “Heavy Vehicle”-এর ঘরে টিক দেবেন।
a(iv) যদি বিশেষ ধরণের মোটরযান চালনার পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে চান তাহলে  "Others"- ঘরে টিক দিবেন এবং specify: অংশে তা লিখে দিবেন।

b(i) যারা নতুন অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন তার আবেদনের ধরণ অনুযায়ী মোটরযানের শ্রেণি “Motorcycle” অথবা “Light Vehicle” অথবা উভয় ঘরেই টিক দিবেন।
b(ii) যদি বিশেষ ধরণের মোটরযান চালনার অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে চান তাহলে  "Others"- ঘরে টিক দিবেন এবং specify: অংশে তা লিখে দিবেন।


স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স ফরম পূরণের বাকী অংশ দেখার জন্য স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফরম কি ভাবে পূরণ করব? [পার্ট-০৪] -তে ক্লিক করার অনুরোধ করা হলো।

No comments:

Post a Comment