এখানে “স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফরম কি ভাবে পূরণ করব?” এর দ্বিতীয় অংশ পর্যায়ক্রমে দেয়া হলো। প্রথম অংশ দেখতে চাইলে “স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফরম কি ভাবে পূরণ করব? [পার্ট-০১]” -এ ক্লিক করার জন্য অনুরোধ করা হলো।
ক্রমিক নং ১৩: এখানে আবেদনকারীর জাতীয়তা কি তা লিখতে হবে। বাংলাদেশী হলে “BANGLADESHI” লিখতে হবে।
ক্রমিক নং ১৪: আবেদনকারী বাংলাদেশী নাগরিক হলে “No”-তে টিক দিবেন। আর আবেদনকারী যদি বাংলাদেশের নাগরিক না হয়ে অন্য কোন দেশের নাগরিক হলে ক্রমিক নং ১৩-তে তার জাতীয়তা লিখবে এবং ক্রমিক নং ১৪ এর “Yes”--এ ক্লিক করে “country” লেখার ঘরে তাঁর দেশের নাম লিখবেন।
ক্রমিক নং ১৫: এখানে আবেদনকারীর যে সকল টেলিফোন, মোবাইল ফোনে পাওয়া যাবে তা লিখতে হবে। যাদের দেশের বাইরে যাওয়ার ইচ্ছা আছে তাদের ক্ষেত্রে কান্ট্রি কোড (+88 ) সহ ফোন/মোবাইল নাম্বার দিতে হবে।
ক্রমিক নং ১৬: জরুরি প্রয়োজনে যেমন দুর্ঘটনায় পরলে আবেদনকারীর নিকট আত্মীয়ের সাথে যোগাযোগ করে তথ্য ও সহায়তা পাওয়া সম্ভব এমন কারো নাম, সম্পর্ক, মোবাইল নাম্বার ও ইমেইল দিতে হবে।
এ অংশ শুধুমাত্র বিদেশীদের ক্ষেত্রে প্রযোজ্য । বাংলাদেশী নাগরিকগণ এ অংশ ফাকা রাখবেন।
ক্রমিক নং ১৭: এ অংশে আবেদনকারীর বিদেশী ড্রাইভিং লাইসেন্স নাম্বার লিখতে হবে।
ক্রমিক নং ১৮: এ অংশে আবেদনকারীর পাসপোর্ট নাম্বার লিখতে হবে।
ক্রমিক নং ১৯: এ অংশে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র বা সোশাল সিকিউরিটি নাম্বার লিখতে হবে।
পরবর্তী অংশ দেখার জন্য “স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফরম কি ভাবে পূরণ করব? [পার্ট-০৩]” দেখার অনুরোধ রইল।
- স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফরম কি ভাবে পূরণ করব? [পার্ট-০১]
- স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফরম কি ভাবে পূরণ করব? [পার্ট-০২]
- স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফরম কি ভাবে পূরণ করব? [পার্ট-০৩]
- স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফরম কি ভাবে পূরণ করব? [পার্ট-০৪]
- স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফরম কি ভাবে পূরণ করব? [পার্ট-০৫]
2005/6 দিকে আমি মটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স করেছিলাম সাইকেলটি বিক্রি করারপর আমার ড্রাইভিং লাইসেন্সটি হারিয়ে যায়। তার কোন কপি বা নাম্বার আমার কাসে নেই। এখন সেটা উঠানোর কোন পথ আছে কি?
ReplyDelete