বিআরটিএ’তে বর্তানে যে ৪-৫ পৃষ্ঠার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স ফরম আছে তা পূরণ করাটা অনেকেই সমস্যা মনে করেন। কিন্তু এ ফরম পূরণের বিষয়ে স্পষ্ট ধারণা থাকলে অতি সহজেই কোনরকম জটিলতা ছাড়াই এ ফরম করতে পারবেন। এ ফরম পূরণের প্রতি ধাপ এখানে আলোচনা করা হলো। স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স ফরম দ’টি সেকশনে ভাগ কা হয়েছে। সেকশন-এ’তে ব্যক্তিগত তথ্য এবং সেকশন-বি’তে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত তথ্য পূরণ করতে হবে।
প্রথম ধাপ
ক্রমিক নং ১: এ অংশে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে পূরণ করতে হবে। প্রতিটি ঘরে একটি করে নম্বর বা ডিজিট বসবে। বাম পাশ থেকে নম্বর বসানো শুরু করতে হবে। অবশিষ্ট ঘরগুলো এক টানে কেটে দিতে হবে।
ক্রমিক নং ২: এ অংশে আবেদনকারীর জন্ম তারিখ লিখতে হবে। (ক) প্রথম দুই ঘরে তারিখ লিখতে হবে। তারিখ যদি এক সংখ্যার হয় তাহলে তার পূর্বে ০ (শূন্য) বসাতে হবে। যেমন জন্ম তারিখ যদি কোন মাসে ৫ তারিখ হয় তাহলে প্রথম ঘরে ০ ও দ্বিতীয় ঘরে ৫ লিখতে হবে। (খ) তৃতীয় ও চতুর্থ ঘরে মাসে সংখ্যা লিখতে হবে। জন্ম মাস জানুয়ারি থেকে সেপ্টেম্বর -এর মধ্যে হয় তাহলে মাসের সংখ্যার পূর্বেও একটি ০ (শূন্য) বসাতে হবে। যেমন- আবেদনকারীর জন্ম মাস ফেব্রুয়ারি হয় তাহলে তৃতীয় ঘরে ০ এবং চতুর্থ ঘরে ২ লিখতে হবে অর্থাৎ মাস হবে ০ ২। (গ) পঞ্চম ঘর থেকে অষ্টম ঘর পর্যন্ত জন্ম সাল লিখতে হবে এবং প্রতিটি ঘরে ১টি করে নম্বর বা ডিজিট লিখতে হবে। যেমন - 1 9 8 1 । আবেদনকারীর জন্ম তারিখ যদি 5 ফেব্রুয়ারি ১৯৮১ হয় তাহলে লিখতে হবে 0 5 0 2 1 9 8 1।
ক্রমিক নং ৩: (ক) এ অংশে আবেদনকারীর নাম ইংরেজি ক্যাপিটাল লেটারে লিখতে হবে। প্রতিটি ঘরে একটি করে অক্ষর হবে এবং নামের একটি অংশ শেষ হলে এক ঘর ফাকা রেখে নামের পরের অংশ লিখতে হবে। অবশিষ্ট ঘরগুলো এক টানে কেটে দিতে হবে। (খ) ইংরেজি নাম লেখা অংশের নিচে বাংলায় নাম লেখার জায়গা আছে সেখানে স্পষ্ট অক্ষরে বাংলায় আবেদনকারীর নাম লিখতে হবে।
ক্রমিক নং ৪: (ক) এ অংশে আবেদনকারীর পিতার নাম ইংরেজি ক্যাপিটাল লেটারে লিখতে হবে। প্রতিটি ঘরে একটি করে অক্ষর হবে এবং নামের একটি অংশ শেষ হলে এক ঘর ফাকা রেখে নামের পরের অংশ লিখতে হবে। অবশিষ্ট ঘরগুলো এক টানে কেটে দিতে হবে। (খ) ইংরেজি পিতার নাম লেখা অংশের নিচে বাংলায় পিতার নাম লেখার জায়গা আছে সেখানে স্পষ্ট অক্ষরে বাংলায় আবেদনকারীর পিতার নাম লিখতে হবে।
ক্রমিক নং ৫: (ক) এ অংশে আবেদনকারীর মাতার নাম ইংরেজি ক্যাপিটাল লেটারে লিখতে হবে। প্রতিটি ঘরে একটি করে অক্ষর হবে এবং নামের একটি অংশ শেষ হলে এক ঘর ফাকা রেখে নামের পরের অংশ লিখতে হবে। অবশিষ্ট ঘরগুলো এক টানে কেটে দিতে হবে। (খ) ইংরেজি মাতার নাম লেখা অংশের নিচে বাংলায় পিতার নাম লেখার জায়গা আছে সেখানে স্পষ্ট অক্ষরে বাংলায় আবেদনকারীর মাতার নাম লিখতে হবে।
ক্রমিক নং 6: আবেদনকারী ছেলে হলে Male এবং মেয়ে হলে Female -এ টিক দিতে হবে।
ক্রমিক নং ৭: আবেদনকারী বিবাহিত হলে Married এ, অবিবাহিত হরে Unmarried এ, বিধবা বা বিপত্নীক হলে Widowed/Widower এ, ডিভোরসড হরে Divorced এ টিক দিতে হবে।
ক্রমিক নং ৮: আবেদনকারী বিবাহিত, বিধবা বা বিপত্নীক অথবা ডিভোরসড হলে এ অংশে স্বামী বা স্ত্রীর নাম ইংরেজি ক্যাপিটাল লেটারে লিখতে হবে। প্রতিটি ঘরে একটি করে অক্ষর হবে এবং নামের একটি অংশ শেষ হলে এক ঘর ফাকা রেখে নামের পরের অংশ লিখতে হবে। অবশিষ্ট ঘরগুলো এক টানে কেটে দিতে হবে।
ক্রমিক নং ৯: এ অংশে আবেদনকারীর পেশা লিখতে হবে। আবেদনকারী যদি বেকার হয় তবে এ ঘর ফাকা রাখা যেতে পারে।
ক্রমিক নং ১০: এ অংশে আবেদনকারীর রক্তের গ্রুপ লিখতে হবে। যেমন:- O + বা AB - ।
ক্রমিক নং ১1: এ অংশে আবেদনকারীর স্থায়ী ঠিকানা লিখতে হবে। (ক) House / Village / Road / Street-অংশে শহরের ঠিকানা হলে ফ্ল্যাট নং, বাড়ি নং ইত্যাদি লিখতে হবে আর গ্রামের ঠিকানা হলে বাড়ি নাম -যেমন- মোল্লা বাড়ি , গ্রামের নাম যেমন- কাঞ্চনপুর (মধ্যপড়া) ইত্যাদি লিখতে হবে। (খ) Union অংশে শহরের ঠিকানার ক্ষেত্রে প্রথম অংশ প্রদত্ত ঠিকানার অতিরিক্ত অংশ থাকলে তা লিখতে হবে আর গ্রামের ঠিকানা হলে ইউনিয়নের নাম লিখতে হবে। (গ) Upazilla/Town-অংশে উপজেলার নাম বা শহরের নাম লিখতে হবে। (ঘ) District/State -অংশে জেলার নাম লিখতে হবে। (ঙ) PostCode/ZIP অংশে পোস্ট কোড লিখতে হবে। আপনার পোস্ট অফিস থেকে এ কোড সংগ্রহ করতে পারেন। অথবা http://www.bangladeshpost.gov.bd/postcode.asp লিংক থেকেও পোস্ট কোড সংগ্রহ করতে পারেন।
ক্রমিক নং ১২: এ অংশে আবেদনকারীর বর্তমান ঠিকানা লিখতে হবে। এ অংশ ক্রমিক নং 11 অনুরূপভাবে পূরণ করতে হবে।
স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স ফরম পূরণের বাকী অংশ দেখার জন্য স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফরম কি ভাবে পূরণ করব? [পার্ট-০২] -তে ক্লিক করার অনুরোধ করা হলো।
- স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফরম কি ভাবে পূরণ করব? [পার্ট-০১]
- স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফরম কি ভাবে পূরণ করব? [পার্ট-০২]
- স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফরম কি ভাবে পূরণ করব? [পার্ট-০৩]
- স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফরম কি ভাবে পূরণ করব? [পার্ট-০৪]
- স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের ফরম কি ভাবে পূরণ করব? [পার্ট-০৫]
No comments:
Post a Comment