Wednesday, September 20, 2017

ড্রাইভিং লাইসেন্স কি ও কেন প্রয়োজন?

ড্রাইভিং লাইসেন্স কি?
ড্রাইভিং লাইসেন্স হচ্ছে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ অনুযায়ী সড়কে বা সর্বসাধারণের ব্যবহার্য জায়গায় গাড়ি চালানোর অনুমতি পত্র।

ড্রাইভিং লাইসেন্স কেন প্রয়োজন?
কেউ যখন গাড়ি চালায় তখন রাস্তায় চলাচলরত সাধারণ মানুষসহ অন্য গাড়ি ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সঠিকভাবে গাড়ির চালানোর প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তিকে চিহ্নিত করার জন্য ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন। এক কথায়, গড়ি চালনার দক্ষতাসম্পন্ন ব্যক্তিকে চিহ্নিত করার জন্য ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন।

অপেশাদার ও পেশাদার ড্রাইভিং লাইসেন্সের মধ্যে পার্থক্য কি?
অপেশাদার ড্রাইভিং লাইসেন্স:  নিজের প্রাইভেট গাড়ি চালানোর জন্য অপেশাদার ড্রাইভিং লাইসেন্স কতে হয়।

পেশাদার ড্রাইভিং লাইসেন্স:  অর্থের বিনিময়ে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানে ড্রাইভার হিসেবে চাকুরি করলে অথবা নিজের বা অন্যের গাড়ি বানিজ্যিক উদ্দেশ্যে বা অর্থ  উপার্জনের উদ্দেশ্যে চালালে পেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন।

পেশাদার ড্রাইভিং লাইসেন্সের প্রকৃতিঃ
(১) পেশাদার হালকা (মোটরযানের ওজন ২৫০০কেজি-এর নিচে) ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রার্থীর বয়স কমপক্ষে ২০ বছর হতে হবে।

(২) পেশাদার মধ্যম (মোটরযানের ওজন ২৫০০ থেকে ৬৫০০ কেজি) ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রার্থীর বয়স কমপক্ষে ২৩ বছর হতে হবে এবং পেশাদার হালকা ড্রাইভিং লাইসেন্সের ব্যবহার কমপক্ষে ০৩ বছর হতে হবে।
(৩) পেশাদার ভারী (মোটরযানের ওজন ৬৫০০ কেজির বেশী) ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রার্থীর বয়স কমপক্ষে ২৬ বছর হতে হবে এবং পেশাদার মধ্যম ড্রাইভিং লাইসেন্সের ব্যবহার কমপক্ষে ০৩ বছর হতে হবে।
[বি:দ্র: পেশাদার ভারী ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য প্রার্থীকে প্রথমে হালাকা ড্রাইভিং লাইসেন্স নিতে হবে এর ন্যূনতম তিন বছর পর তিনি পেশাদার মিডিয়াম ড্রাইভিং লাইসেন্স-এর জন্য আবেদন করতে পারবেন এবং মিডিয়ম ড্রাইভিং লাইসেন্স পাওয়ার কমপক্ষে ০৩ (তিন) বছর পর ভারী ড্রাইভিং লাইসেন্স-এর জন্য আবেদন করতে পারবেন। ]



No comments:

Post a Comment