জাতীয় রাজস্ব বোর্ডের এসআরও(statutory regulatory order)-এর আলোকে অর্থবছর অনুযায়ী বিআরটিএ অগ্রিম আয়কর সংগ্রহ করে। অর্থাৎ গাড়ির মালিক কর্তৃক প্রতি অর্থবছরে একটি করে অগ্রিম আয়কর প্রদান করার বিধান রয়েছে। অর্থবছর শুরু হয় ০১ জুলাই থেকে আর শেষ হয় পরবর্তী বছরের ৩০শে জুন। যেমন: বর্তমান অর্থবছর ২০১৭-২০১৮ শুরু হয়েছে ০১ জুলাই ২০১৭ তারিখে আর শেষ হবে ৩০ জুন ২০১৮ তারিখে।
এবার বিআরটিএ কর্তৃক ডাবল বা তারও বেশী অগ্রিম আয় কর দাবী করার বিষয়ে আলোকপাত করা যাক। ২০১৭ সালের পূর্বে গাড়ির ফিটনেস নবায়নের সময় শুধুমাত্র চলতি অর্থবছরের আয়কর পরিশোধ করা আছে কি-না তা ম্যানুয়াল পদ্ধতিতে একজন মোটরযান পরিদর্শক কর্তৃক অগ্রিম আয়কর পরিশোধের ব্যাংকের রশিদ/পেঅর্ডার/স্ট্যাম্প ইত্যাদি যাচাই করে গাড়ির ফিটনেস নবায়ন করা হতো। যার ফলে গাড়ির ফিটনের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে ৩০শে জুন তারিখ অতিক্রম করে কিছু গাড়ি মালিক সজ্ঞানে বা অজ্ঞতার কারণে পূর্ববর্তী বছরর অগ্রিম আয়কর পরিশোধ না করে শুধুমাত্র চলতি অর্থবছরের অগ্রিম আয়কর পরিশোধ করে ফিটনেস নবায়ন করিয়েছেন। কিন্তু ২০১৭ সাল থেকে এ যাচাই পদ্ধতিতে অটোমেশন আনা হয়েছে। অর্থাৎ পূর্ববর্তী কোন অর্থবছরে অগ্রিম আয়কর অপরিশোধিত থাকলে তা পরিশোধ না করে ফিটনেস নবায়ন ফি প্রদানের সুযোগই রাখা হয়নি। যার ফলে পূর্ববর্তী বছরগুলোর মধ্যে কোন এক বা একাধিক অর্থবছরে অগ্রিম আয়কর অপরিশোধিত থাকলে তা পরিশোধ না করা পর্যন্ত গাড়ির ফিটনেস নবায়ন ফি প্রদান করা হচ্ছে না।
উদাহরণ: যেমন জনাব মোঃ আব্দুল মালেক সাহেবের একটি গাড়ি আছে। তিনি প্রতিবছর নিয়মিত ফিটনেস নবায়ন করে থাকেন। গত ২৫ মে ২০১৩ তারিখে তার গাড়ির ফিটনেসের মেয়াদ উত্তীর্ণ হয়। কিন্তু তার পারিবারিক কারণে উক্ত তারিখে তার গাড়ির ফিটনেস নবায়ন করতে পারেননি। তিনি গত ১৮ জুলাই ২০১৩ তারিখে ব্যাংকে গিয়ে একটি অগ্রিম আয়কর ও জরিমানাসহ ফিটনেস নবায়ন ফি পরিশোধ করে একই দিন বিআরটিএ থেকে গাড়ির ফিটনেস নবায়ন করিয়ে নেন। পরবর্তীতে তিনি ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত যথা সময়ে অর্থাৎ ফিটনেসে মেয়াদ উত্তীর্ণের পূর্বেই গাড়ির ফিটনেস নবায়ন করিয়ে নিয়েছেন। কিন্তু ১৮ জুলাই ২০১৭ তারিখে তার গাড়ির ফিটনেস নবায়নের ফি পরিশোধ করতে গেলে ব্যাংক থেকে তাকে জানানো হলো যে, তাকে ডাবল অগ্রিম আয়কর প্রদান করতে হবে। তিনি প্রথমে খুবই রেগে গেলেন এবং অকথ্য ভাষায় বিআরটিএকে গালি দিতে লাগলেন। তারপর তিনি বিআরটিএ অফিসে এসে বিষয়টি জানতে চাইলেন। তখন বিআরটিএ থেকে তাকে জানানো হলো যে বিগত ২৫ মে ২০১৩ তারিখটি ছিল ২০১২-২০১৩ অর্থবছরের মধ্যে। উক্ত অর্থবছরের তার গাড়ির ফিটনেস নবায়ন করা হয়নি এবং উক্ত অর্থবছরের অগ্রিম আয়করও পরিশোধ করা হয়নি। কাজেই উক্ত ২০১২-২০১৩ অর্থবছরের অগ্রিম আয়কর পরিশোধ না করে বর্তমানে ফিটনেস ফি পরিশোধ করার সুযোগ নেই। জনাব মোঃ আব্দুল মালেক সাহেব তার পূর্বের কাগজপত্র যাচাই করে দেখলেন যে সত্যই তার ২০১২-২০১৩ অর্থবছরের অগ্রিম আয়কর অপরিশোধিত রয়েছে।
বি:দ্র: পরিশোধিত অগ্রিম আয়কর গাড়ির মালিক(প্রতিষ্ঠান/ব্যক্তি)-এর আয়কর রির্টানের সাথে সমন্বয় করার সুযোগ রয়েছে। অর্থাৎ আয়কর রির্টান দাখিলের পূর্বেই আপনি আয়কর জমা দিয়েছেন, যা আয়কর রির্টান দাখিলের সময় রির্টানে উল্লেখ করবেন।
পারভেজ সাহেব আপনি বললেন ২০১৩ সালের মে মাসে খালেক সাহেবের ফিটনেস না করে উনি জুলাই মাসে আপডেট করেন। যা ২০১৪-১৫ বছরে চলে যায়।আমার প্রশ্ন হচ্ছে উনি তো আবার পরের বছর এর মে মাসে উনি আবার আয়কর দিচ্ছেন। তাহলে এক বছর এ উনি দু বার আয়কর দিলেন সেটি কই যাবে মিঃ পারভেজ
ReplyDeleteAIT (অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ), যাহাকে সোজা বাংলায় অগ্রীম আয়কর. (উল্লেখ থাকে, অগ্রীম মানে শুরুর প্রথমে প্রদান) যাহা প্রদান করার নিয়ম হচ্চে অর্থ বছর ঘননার প্রথমে , শেষে নাহ.ইহা একবারই পেমেন্ট দেওয়া হয়\ এইবার বলি ফিটনেস ফী অগ্রীম কর ছাড়া brta কতৃপক্ষ গ্রহণ করে নাহ , সুতারং বকেয়া থাকার কোনো অপসন নাই/ সবই বত্ম্য়্শি .
Deleteবিআরটিএ’র বর্তমান সিস্টেমে নির্দিষ্ট এক অর্থবছরে জন্য দুইবার অগ্রিম আয়কর পরিশোধ করার সুযোগ নেই। মালেক সাহেবের ১৮ জুলাই ২০১৩ তারিখে অগ্রিম আয়কর পরিশোধ করায় তা ২০১৩-২০১৪ অর্থবছরের হিসেবে গণ্য হয়। এখানে উল্লেখ্য যে, গাড়ির ফিটনেস প্রদান করা হয় একবছরের জন্য (পঞ্জিকা বছর)। জনাব আব্দুল মালেক সাহেব গত ১৮ জুলাই ২০১৩ ফিটনেস নবায়ন করায় তার গাড়ির ফিটনেসের মেয়াদ উত্তীর্ণের তারিখ হয়েছে ১৭ জুলাই ২০১৪ (এক বছর পর)। কাজেই তিনি কেন মেয়াদ উত্তীর্ণের পূর্বেই মে ২০১৪-তে ফিটনেস নবায়ন করতে যাবেন? যদি এমন হয় যে, একই অর্থবছরে একটি অগ্রিম আয়কর পরিশোধ করে একবার গাড়ির ফিটনেস নবায়ন করিয়েছেন কিন্তু দুর্ঘটনা জনিত কারণে বা অন্যকোন কারণে একই অর্থবছরে তার গাড়ির আবার ফিটনেস নবায়নের প্রয়োজন পড়েছে। এক্ষেত্রে দ্বিতীয় বারের ফিটনেস নবায়ন একই অর্থবছর হওয়ায় তাকে পুনরায় অগ্রিম আয়কর পরিশোধ করতে হবে না। কিন্তু অর্থবছর পরিবর্তন হলে তাকে অবশ্যই অগ্রিম আয়কর পরিশোধ করতে হবে।
ReplyDeleteAIT (অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ), যাহাকে সোজা বাংলায় অগ্রীম আয়কর. (উল্লেখ থাকে, অগ্রীম মানে শুরুর প্রথমে প্রদান) যাহা প্রদান করার নিয়ম হচ্চে অর্থ বছরের ঘননার প্রথমে , শেষে নাহ.\ এইবার বলি ফিটনেস ফী অগ্রীম কর ছাড়া brta কতৃপক্ষ গ্রহণ করে নাহ , সুতারং বকেয়া থাকার কোনো অপসন নাই/ সবই বত্ম্য়্শি .
ReplyDeleteঅগ্রিম আয়কর বা আয়কর সম্বন্ধে পরিপূর্ণভাবে জানার জন্য https://goo.gl/BLw9NW (অগ্রিম আয়কর কি এবং কেন দেব ?) লিংকের পোস্টটি ভালভাবে দেখার অনুরোধ রইল। এতেও যদি আনার প্রশ্ন থাকে তবে জাতীয় রাজস্ব বোর্ডের সাথে যোগাযোগ করতে পারেন। আর কোন এক অর্থবছরে গাড়ির অনুকূলে অগ্রিম আয়কর পরিশোধ করেছেন কিন্তু বিআরটিএ আবার ঐ অর্থবছরের অগ্রিম আয়কর দাবী করছে তাহলে ঐ অর্থবছরের অগ্রিম আয়কর পরিশোধের রিসিপ্ট-এর -E-tracking No/Transaction No এ পোস্টের Comment-এ পোস্ট করার অনুরোধ করছি।
Delete