আয়কর কি?
কোন ব্যক্তির আয়ের আলোকে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্দেশমতো সরকারী রাজস্বতে যে কর জমা করা হয় তাই আয়কর।
অগ্রিম আয়কর কি?
অগ্রিম আয়কর হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্দেশিত এক প্রকার আয়কর যা আয় বছরে রাজস্বতে জমা করতে হয় এবং ঐ আয়বছরের আলোকে যে কর বছরে আয়র রিটার্ন দাখিল করা হয় তাতে সমন্বয় করতে হয়।
যাদের আয়কর সম্বন্ধে ধারণা আছে তারা উপরের ব্যাখ্যাটি সহজেই বুঝতে পারবেন। কিন্তু আমার মতো যাদের আয়কর সম্বন্ধে কোন ধারণা নেই তাদের জন্য একটু ব্যাখ্যা সহকারে বলা যাক।
অর্থবছর কি?
অর্থনীতিতে হয়তো অর্থবছরের অনেক ধরণের সংজ্ঞা পাওয়া যাবে কিন্তু সাধারণভাবে বোঝার জন্য বলছি - আর্থিক লেনদেনের হিসাবের সুবিধার্থে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক জুলাই মাসের ০১ তারিখ হতে পরবর্তী বছরের ৩০শে জুন পর্যন্ত একবছর সময়কে অর্থবছর বলা হয়। যেমন- ২০১৭-২০১৮ অর্থবছর শুরু হয়েছে ০১ জুলাই ২০১৭ তারিখ থেকে এবং শেষ হবে ৩০ জুন ২০১৮ তারিখে।
আয়বছর কি?
যে অর্থবছরে কোন ব্যক্তির আয় হিসাব করা হয় তাই ঐ ব্যক্তির আয়বছর। যেমন- আব্দুল করিম সাহেব ২০১৬-২০১৭ অর্থবছরে অর্থাৎ ০১ জুলাই ২০১৬ তারিখ হতে ৩০ জুন ২০১৭ তারিখ পর্যন্ত আয়ের হিসাব করা হলে এ ২০১৬-২০১৭ অর্থবছরই তার আয়বছর।
আয়কর বছর কি?
কোন অর্থবছর/আয়বছর শেষে কোন ব্যক্তি ঐ আয়বছরের আয়ের আলোকে পরবর্তী যে অর্থবছরে আয়কর রিটার্ন দাখিল করবেন তাই আয়কর বছর। যেমন- আব্দুল করিম সাহেব ২০১৬-২০১৭ অর্থবছরে অর্থাৎ ০১ জুলাই ২০১৬ তারিখ হতে ৩০ জুন ২০১৭ তারিখ পর্যন্ত আয়ের হিসাব করে তার আলোকে ২০১৭-২০১৮ আয়কর বছরের আয়কর রিটার্ন দাখিল করবেন। একথায় আয়-বছরের পরবর্তী বছরই আয়কর বছর। আয়বছর ২০১৬-২০১৭ হলে আয়কর বছর হবে ২০১৭-২০১৮।
মোটরযানের ক্ষেত্রে অগ্রিম আয়কর কেন দিব?
জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক পর্যালোচনা করে দেখা গেছে কোন মোটরযান (কার/জীপ/মাইক্রোবাসসহ সকল গাড়ি) পরিচালনার খরচ (যেমন-ড্রাইভার, রক্ষণাবেক্ষণ, মেরামত ইত্যাদি-এর খরচ) নির্বাহের জন্য মোটরযানের মালিকের (ব্যক্তি/প্রতিষ্ঠান) যে পরিমাণ আয়ের প্রয়োজন তা হিসাব করে মোটরযানের ধরণের উপর ভিত্তি করে অনুমিত অগ্রিম আয়কর ধরা হয়েছে। কাজেই জাতীয় রাজস্ব বোর্ড-এর নির্দেশ তথা সরকারের নির্দেশ মোতাবেক সকল মোটরযানের মালিককে এ অগ্রিম আয়কর দিতে হবে। এই অগ্রিম আয়কর পরবর্তী অর্থবছরে আয়কর রিটার্নের সাথে সমন্বয় করার বিধান রয়েছে।
প্রদত্ত অগ্রিম আয়কর সমন্বয় করব কিভাবে?
ধরাযাক (১) আব্দুল করিম সাহেব ০১ জুলাই ২০১৬ তারিখ হতে ৩০ জুন ২০১৭ তারিখের মধ্যে অর্থাৎ ২০১৬-২০১৭ অর্থবছরে মোটরযানের অগ্রিম আয়কর বাবদ ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা জমা দিয়েছেন।
(২) ২০১৬-২০১৭ অর্থবছরের আয় হিসাব করে তার আয়করের পরিমাণ হয়েছে ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা।
(৩) আব্দুল করিম সাহেব তার ২০১৭-২০১৮ আয় বছরের রিটার্ন ফরমের “পরিশোধিত কর: (ক) উৎস হতে কর্তিত/সংগৃহীত কর:” এর ঘরে মোটরযানের অগ্রিম আয়কর বাবদ প্রদত্ত ৩০,০০০/- জমা দেখিয়ে অবশিষ্ট (৪০,০০০ - ৩০,০০০) = ১০,০০০/- (দশ হাজার) টাকার ট্রেজারি চালান/পে-অর্ডার করে আয়কর রিটার্ন দাখিল কবেন।
বি:দ্র: উপরের ব্যাখ্যায় যদি কোন ভূল থাকে তা সংশোধন করে দেওয়ার অনুরোধ রইল আর আপনার কোন প্রশ্ন থাকলে তা এ ব্লগের কমেন্টে মাধ্যমে জানানো জন্যও অনুরোধ করা হলো।
Friday, September 8, 2017
অগ্রিম আয়কর কি এবং কেন দেব ?
Subscribe to:
Post Comments (Atom)
জনাব,আমার পাজেরো v6 3500 cc গাড়ির ইন্জিন নষ্ট হওয়ায় উহাতে 2400 cc র ইন্জিন লাগাতে চাচ্ছি। এটা কি আইনত সম্ভব আর হলে AIT কি হবে দয়া করে জানাবে।
ReplyDeleteমোটরযান অধ্যাদেশ ১৯৮৩ অনুযায়ী নির্ধারি প্রক্রিয়ায় কোন মোটরযানের একই মডেলের একই সিসির ইঞ্জিন দ্বারা প্রতিস্থাপন করা যাবে। কম বা বেশী সিসির ইঞ্জিনি দ্বার প্রতিস্থাপনের বিধান নেই।
Delete