Tuesday, August 15, 2017

শিক্ষানবিস বা লার্নার ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি রাস্তায় গাড়ি / মোটরসাইকেল চালানো যাবে ?

মূল ড্রাইভিং লাইসেন্স ছাড়া শিক্ষানবিস ড্রাইভিং লাইসেন্স বা লার্নার ড্রাইভিং লাইসেন্স দিয়ে রাস্তায় রাস্তায় গাড়ি / মোটরসাইকেল চালানো যাবে না।

শিক্ষানবিস ড্রাইভিং লাইসেন্স বা লার্নার লাইসেন্স প্রাপ্তির পর মোটরযান চালনা শিক্ষা গ্রহণের সময়, প্রশিক্ষকসহ লার্নার লাইসেন্সধারী ব্যক্তি ইন্সট্রাক্টরসহ রাস্তায় মোটরযান চালতে পারবে কিন্তু উক্ত মোটরযানের দৃশ্যমান স্থানে লাল রংয়ের বড় “L” থাকতে হবে যাতে সকলে দেখতে পারে। কোন অবস্থাতেই  লার্নার লাইসেন্সধারী ব্যক্তি একা রাস্তায় মোটরযান চালতে পারবে না।

মোটরযান অধ্যাদেশ ১৯৮৩-এর ধারা ৩(১) এ যা উল্লেখ আছে তাঁর সারমর্মের বাংলা হ’ল –  ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোন ব্যক্তি রাস্তায় বা জনসাধারণের ব্যবহারের স্থানে মোটরযান চালাতে পারবেন না। অধ্যাদেশে যা আছে তা হুবহু নিম্নরূপ:

“3. (1) No person shall drive a motor vehicle in any public place unless he holds an effective driving licence issued to himself authorising him to drive the vehicle; and no person shall so drive a motor vehicle as a paid employee or shall so drive a transport vehicle unless his driving licence specifically entitles him so to do.”

4 comments:

  1. শিক্ষানবীশ লাইসেন্স দিয়ে মোটর সাইকেল চালানো যাবে কিনা?

    আইন কি বলে?

    আমাদের দেশে আইন 'পাব্লিক প্লেস'-এ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটর যান চালানো নিষেধ করেছে [ধারা ৩(১), মোটর যান অধ্যাদেশ, ১৯৮৩]।

    কথা হল এই আইন অমান্যের সাজা বা দন্ড কি কি?

    এই আইন না মানলে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা, এটা সবায় জানে, কিন্তু যেটা আমরা জানি না যে এই জন্য ৪ মাস পর্যন্ত কারাদন্ড বা জরিমানা বা কারাদন্ড দুটোই হতে পারে [ধারা ১৩৮, মোটর যান অধ্যাদেশ, ১৯৮৩]।

    কথা হচ্ছে, তাহলে শিক্ষানবীশ লাইসেন্স দিয়ে কি করব?

    একটু তলিয়ে খুঁটিয়ে দেখে যা পেলাম, তা হল এই যে, যদিও ধারা ৩(১)-এ পাব্লিক প্লেসে ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটর যান চালানো নিষেধ কিন্তু একটা ব্যাতিক্রম ক্ষেত্রও আছে।

    মোটর যান অধ্যাদেশের ধারা ৩(২) তে বলা হয়েছে যে ড্রাইভিং লাইসেন্স ছাড়া যে পাবলিক প্লেসে মোটর যান চালানো নিষিদ্ধ, তা চাইলে কর্তৃপক্ষ শর্তসাপেক্ষে যিনি মোটর যান চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন, তার জন্য প্রযোজ্য না বলে নির্দেশনা দিতে পারেন।

    এখন আমরা এই নির্দেশনা পাই মোটর যান বিধি, ১৯৮৪-এর বিধি ১৮-তে।

    এখানে বলা হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় নিজেকে উপস্থাপনের উদ্দেশ্যে যদি কেউ কারো কাছ থেকে মোটর যান চালানোর নির্দেশনা গ্রহন করেন বা অভিজ্ঞতার জন্য পাব্লিক প্লেসে চালান, তাহলে তার জন্য 'ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরবাইক চালানো যাবে না' মর্মে আইনটি প্রযোজ্য হবে না।

    কি শর্ত?

    মোট চারটি শর্ত। যার মধ্যে মোটর সাইকেলের জন্য ২টি প্রযোজ্য।

    শর্ত এক:
    ঐ ব্যক্তির অবশ্যই শিক্ষানবীশ লাইসেন্স লাগবে।

    শর্ত দুই:
    সামনে পিছনে ৭ ইঞ্চি বর্গাকার কার্ড বা প্লেট ঝোলাতে হবে যেখানে ৪x৩.৫ ইঞ্চি দৈর্ঘ্য প্রস্থের "L" লেখা থাকবে।

    এই শর্ত মানলে আপনি মোটর সাইকেল চালাতে পারবেন শিক্ষানবীশ লাইসেন্স দিয়ে!

    ReplyDelete
    Replies
    1. তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ।
      আরও একটি শর্ত আছে, তা হলো সাথে প্রশিক্ষক থাকতে হবে।

      Delete
  2. আর অবশ্যই মনে রাখতে হবে,যিনি প্রশিক্ষক তার যেন ড্রাইভিং লাইসেন্স থাকে

    ReplyDelete
  3. আমার ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু L লেখা CL না তাহলে কি আমি মোটরসাইকেল চালাতে পারব?

    ReplyDelete