Sunday, December 24, 2017

মোবাইল মেসেজের মাধ্যমে জেনে নিন আপনার ড্রাইভিং লাইসেন্স প্রস্তুতের বর্তমান অবস্থা

বর্তমানে মোবাইল মেসেজের মাধ্যমে আপনার ড্রাইভিং লাইসেন্স প্রস্তুতের কোন ধাপে আছে তা জানা যায়। আপনার ড্রাইভিং লাইসেন্স প্রস্তুতের বর্তমান অস্থা জানতে নিচের ধাপগুলো অনুসরন করুনঃ
(১) মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে “DL<space> রেফারেন্স নম্বর” টাইপ করুন;
(২) মেসেজটি 6969 নম্বরে পাঠিয়ে দিন;
(৩) ফিরতি মেসেজে চিপযুক্ত স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রস্তুতের বর্তমান অবস্থা জানতে পারবেন।
[ড্রাইভিং লাইসেন্সের জন্য বায়ো মেট্রিক্স সম্পন্ন করার পর বিআরটিএ থেকে যে এ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়া হয় তাতে রেফারেন্স নাম্বার উল্লেখ থাকে।]

উদাহরণ:
Type:  DL DM121590 & Send to 6969
     

গুরুত্বপূর্ণ নির্দেশিকা:

১। ​ রেফারেন্স নম্বর এ যদি কোনো ডেশ (“-”) থাকলে তা বাদ দিতে হবে। কিন্তু যদি স্ল্যাশ (“/”) থাকে তবে তা দিতে হবে।

২। যদি আপনি নবায়নের জন্য আবেদন করে থাকেন তবে আপনার ফিরতি মেসেজে যদি পূর্বের ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স এর “QC Date” প্রদর্শন করে তবে বুঝবেন এখনো সার্কেল অফিস থেকে আপনার আবেদনটির  নবায়নের কার্যক্রম সম্পন্ন করা  হয়নি।

ফিরতি মেসেজ নিম্নলিখিতগুলো সাধারণত পাওয়া যায়, এর ভিন্ন কোনো মেসেজ হলে কর্তৃপক্ষের সহিত যোগাযোগ করার অনুরোধ রইলো :

  • Your Driving License is pending processing.
  • Printing of your Driving License is in progress.
  • Your Driving License has been approved and awaiting printing.
  • Your Driving License has been printed and awaiting quality assurance.
  • Quality assurance of your Driving License has completed and awaiting packaging.
  • Your Driving License has been packed and awaiting shipment.
  • Your Driving License is awaiting shipment.
  • Your Driving License is ready for shipment but has not yet reached your point of collection.
  • Your Driving License application has not yet been approved.
  • Printing of your Driving License is in progress.
  • Your Driving License has been printed and awaiting quality assurance.

127 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Reference number bolte konta bujassen????

    ReplyDelete
    Replies
    1. নতুন ড্রাইভিং লাইসেন্সের আবেদনের ক্ষেত্রে বিআরটিএ অফিসে এসে বায়োমেট্রিক্স(ছবি, আঙ্গুলের ছাপ ও স্বাক্ষর) দেওয়ার পর একটি এ্যাকনলেজমেন্ট স্লিপ দেয়। সেই স্লিপে রেফারেন্স নাম্বর লেখা থাকে। আর ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে যদি বায়োমেট্রিক্স প্রয়োজন না হয় তাহলে আবেদপত্র জমা নিয়ে কম্পিউটারে এন্ট্রি করার পর একটি এ্যাকনলেজমেন্ট স্লিপ দেয়। সেই স্লিপে রেফারেন্স নাম্বর লেখা থাকে।

      Delete
    2. ভাই আমি একটু হেল্প চাই। আমি ঠিক বুঝতেছিনা কোন টি রেফারেন্স নাম্বার। আমি যত বার মেসেজ করছি ততবার ইনভেলিড বলছে। BRTA.Shekh Md Ashr. DL Card Reached in C/O.License no:JH00001755C00001

      Delete
  3. হারিয়ে যাওয়াটার প্রসেসিং হয়েছে কি না তা কি জানা যায় ?????

    ReplyDelete
    Replies
    1. উপরের প্রক্রিয়ায় মেসেজ পাঠিয়ে দিন। মেসেজের রিপ্লেতে যদি সঠিক তথ্য পাওয়া না যায় তাহলে এখানে জানান।

      Delete
    2. I have sent my referrence number after DL ........ to 6969 but it shows no driving license applicatin found with this referrence number or mobile number.kindly give a solution, I am supposed to collect my driving license on 10.01.18

      Delete
    3. প্রথমত রেফারেন্স নাম্বার সঠিক আছে কি-না তা চেক কুরণ। এরপর যে বিআরটিএ অফিসে আপনার ফরমটি জমা দিয়েছে যে আফিসে যোগাযোগ করে কারণ জানার অনুরোধ করা হলো। এছাড়াও ‍ad_license@brta.gov.bd -তে ইমেইল করে আপনার সমস্যা জানাতে পারেন।

      Delete
    4. মেসেজ রিপ্লে আসেনা কেন একটু জানাবেন প্লিজ

      Delete
    5. Dear I'm many time type small latter on my mobile massge option lije this DL V ###### to send 6969 also send 26969 but nothing reply to me anything so please give me infarmation

      Delete
    6. send SMS to 26969 instead of 6969 to know your licence status

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Comilla te smart driving license korai. Now dhaka thaki. Kivabe amar license ta dhaka te migrate korte pari jeno hariye gele or renew korte gele dhaka thekei korte pari?

    ReplyDelete
    Replies
    1. এখন পর্যন্ত স্মাট কার্ড ড্রাইভিং লাইসেন্স বিআরটিএ’র এক সার্কেল অফিস থেকে অন্য সার্কেল অফিসে স্থানান্তরের প্রক্রিয়া চালু হয়নি।

      Delete
    2. Ami jodi new akta license banai dhaka te tahole ki problem hobe? Naki migration o diben na abar new o korte diben na?

      Delete
    3. Sorry Incorrect Keyword used. For details service information write INDEX And send to 26969.

      Delete
  6. Ami EKURIA te driving license er bio metric somponno korar bes koyekdin por amake sms kore janano hoy je amar license ready. kintu still ami amar license pai nai... bes koyekbar jogajog korar por o license na pawata khubi dukkhojonok bapar... ebong ami still janai na kobe license pabo, ba ki korte hobe...

    SMS asce: 1Jan'18, R bio metric er pore je receipt dise oitate date cilo 14 Feb'18....

    ReplyDelete
  7. ভাই আমি গত ০৫/০২/১৮‌ তে‌ আমার driving license এর জন্য photo & finger print দিয়ে আসি। এখন ও আমার মোবাইল কোন SMS আসিনি। আমি আমার মোবাইল দিয়ে 6969 SMS করেছি reply তে আমার ref. number ই No Driving License applications found associated with your mobile and/or reference number. Please double-check your reference number and type DLYour Reference Number.আমার ref no - DM2NP013350. অনুগ্রহ পূর্বক সহযোগিতা করবেন।

    ReplyDelete
    Replies
    1. Amaro same problem ??? Any solution???

      Delete
    2. এখানেও একই সমস্যা ref no. dm1148165

      Delete
    3. BRTA te jeye kotha bolen..tara thik kre dbe...

      Delete
    4. brta theke ki thik kore dibe?

      Delete
  8. আমি ড্রাইভিং লাইসেন্স করতে দিয়েছিলাম কিন্তু সমসস্যা হল আমার রিসিট হারিয়ে গিয়াছে। আমার শুধু DL নাম্বার টা মনে আছে। এসএমএস করলে এই মেসেজ দেয় no driving license applicatin found with this referrence number or mobile number.এখন আমি কিভাবে আমার রিসিট ছাড়া ড্রাইভিং লাইসেন্স কালেক্ট করবো।

    ReplyDelete
  9. আসসালামুআলাইকুম, আমার প্রশ্ন হল গতকাল ২৫/০৪/১৮ইং তারিখ খিলক্ষেতে ড্রাইভিং লাইন্সেস এর পরিক্ষা দিয়ে আসলাম এখন তার পরবর্তী ধাপ কি??? এখন আমার কি করতে হবে????

    ReplyDelete
  10. How do i check the same for the smart card of my motorcycle?

    ReplyDelete
  11. দুই মাস হইয়া গেল এসএমএস করলাম বলে Your Driving License DK0717986CL0000 is pending processing. Ekhon ki করব

    ReplyDelete
    Replies
    1. কি লিখে এসএমএস করব

      Delete
    2. আজ ১৪ মাস হয়েছে Driving licence করতে দিয়েছি এখন আমার driving Card আসে নাই. শুধু লেখা আসে pending

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  12. help post: kew ki asen jini driving lisence kore deway help korte parbe

    ReplyDelete
  13. Vai kono dalal chara kono extra money pay nah kore ki kono vabe driving lisence bananor way asee mane obossoy asee .....way ta ki kao bolte paren.......

    ReplyDelete
  14. Your Driving License GPXXXXXXXXXXXXX is awaiting shipment.

    I got that reply. When i will get my smart card?

    ReplyDelete
  15. coxsbazar THA 11 3157 আমি জান্তে পারব cng মালিকানা কার নামে এবং বকেয়া বিল মুট কত

    হেল্প

    ReplyDelete
  16. আমার মোটরসাইকেলের স্মার্ট রেডি হয়েছে কিনা কি ভাবে দেখ?

    ReplyDelete
  17. Awaiting shipmentলেখা দেখায়, lisencceপেত কতদিন সময় লাগতে পারে?

    ReplyDelete
  18. Your Driving License is awaiting shipment. এটা আসছে এখন কি করতে হবে?

    ReplyDelete
  19. your driving license is awaiting shipment এইটা কে কি বুজাই

    ReplyDelete
  20. your driving license is awaiting shipment এইটা কে কি বুজাই

    ReplyDelete
  21. ভাই আমি ম্যাসেজ দিলে রিপ্লাই আসে।
    No Driving License applications found associated with your mobile and/or reference number. Please double-check your reference number and type DLYour Reference Number.

    ReplyDelete
    Replies
    1. রেফারেন্স নং দেখতে হবে। তাহলে বলতে পারব ।

      Delete
  22. Dear Sir, I already done photo and finger print for my driving license on 28/04/19. & Delivery date mention 23/06/19 but yet not received any SMS from BRTA to my mobile phone. I sent 6969 SMS on my mobile to my reply. Number no-driving license applications found associated with your mobile and / or reference number. Please double-check your reference number and type DLYour Reference number. My ref no - DMI175482 Please cooperate.

    ReplyDelete
  23. pending processing হলে কি করনীয়

    ReplyDelete
  24. Dear Sir, I already done photo and finger print for my driving license on 28/04/19. & Delivery date mention 23/06/19 but yet not received any SMS from BRTA to my mobile phone. I sent 6969 SMS on my mobile to my reply. Number no-driving license applications found associated with your mobile and / or reference number. Please double-check your reference number and type DLYour Reference number. My ref no - DMI175482 Please cooperate.

    ReplyDelete
    Replies
    1. আপনার ড্রাইভিং লাইসেন্স কী পেশাদার না অপেশাদার তা কিন্তু উল্লেখ করেননি ।

      Delete
  25. Dear Sir, I already done photo and finger print for my driving license on 04/07/19. & Delivery date mention 02/09/19 but yet not received any SMS from BRTA to my mobile phone. I sent 6969 SMS on my mobile to my reply. Number no-driving license applications found associated with your mobile and / or reference number. Please double-check your reference number and type DLYour Reference number. My ref no - DM226394 Please cooperate.

    ReplyDelete
    Replies
    1. আপনার ড্রাইভিং লাইসেন্স কী পেশাদার না অপেশাদার তা কিন্তু উল্লেখ করেননি।

      Delete
  26. গত ৪,৪,১৯,,,এ আমি ফিঙ্গার দিয়েছি, এখন sms দিলে এই লেখা আসে এতে কি বুঝায় বলবেন প্লিজ,আমি কত দিন নাগাত কার্ড পেতে পারি,অথবা অন্য কোন সমস্যা আছে কি নাNo Driving License applications found associated with your mobile and/or reference number. Please double-check your reference number and type DLYour Reference Number.

    ReplyDelete
    Replies
    1. রেফারেন্স নং দেখতে হবে। তাহলে বলতে পারব ।

      Delete
  27. মেসেজ রিপ্লে আসেনা কেন একটু জানাবেন প্লিজ

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
  30. আমি লাইসেন্স নবায়নের জন্য ফেব্রুয়ারি মাসে কাগজপত্র জমা দিয়েছি 6 মাস হয়ে গেল এখন পর্যন্ত কোনো ম্যাসেজ আসে নাই

    ReplyDelete
  31. আমার লাইসেন্স নবায়নের কাজ প্রক্রিয়াধীন আছে কিনা জানতে পারি লাইসেন্স নাম্বার Gp0018232L00000 প্রক্রিয়াধীন থাকলে কবে নাগাদ পেতে পারি

    ReplyDelete
  32. after sending message several time i did not get any proper reply. I am only getting one message "No Driving license found associated with your mobile number/reference number.

    ReplyDelete
    Replies
    1. রেফারেন্স নং দেখতে হবে। তাহলে বলতে পারব ।

      Delete
  33. আমি গত ৪,৪,২০১৯ তারিখে ফিঙ্গার দিছি, এখন sms দিলে এই sms আসে আমি যানতে চাই কত দিন নাগাত কার্ড পেতে পারি, বা কোন সমস্যা আছে কিনা,,,,,No Driving License applications found associated with your mobile and/or reference number. Please double-check your reference number and type DLYour Reference Number.

    ReplyDelete
    Replies
    1. রেফারেন্স নং দেখতে হবে। তাহলে বলতে পারব।

      Delete
  34. আমি 23-09-2019 তাং এ দিয়াবাড়ি BRTA তে অপেশাদার লাইসেন্স এর জন্য ছবি এবং আঙ্গুলে ছাপ দেই। আমি এবং আমার সাথে 150 জন এর অধিক লোকও ছাবি এবং আঙ্গুলের ছাপ দেয় কিন্তু কেওকেই কোন এ্যাকনলেজমেন্ট স্লিপ দেয় নি এবং রেফারেন্স নম্বরও বলে দেয় নাই। এখন আমি কভাবে রেফারেন্স নম্বরটি পেতে পারি? এবং রেফারেন্স নম্বর ছাড়া অন্য কোন উপয় আছে কি এস এম এস এর মাধ্যমে আমার স্মার্ট কার্ড এর বর্তমান অবস্থা জানার?

    ReplyDelete
    Replies
    1. অফিসে যোগাযোগ করতে হবে।

      Delete
  35. Your Driving Lisence Pending Processing......এটার মানে কি বোঝায়,,,,,?

    ReplyDelete
    Replies
    1. আমারো সেইম আসে

      Delete
    2. আমারো সেইম আসে

      Delete
    3. আপনার ড্রাইভিং লাইসেন্সের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

      Delete
  36. Your Driving License is pending processing এইটার মানে কি, বলতে পারেন ভাই?

    ReplyDelete
    Replies
    1. আপনার ড্রাইভিং লাইসেন্সের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

      Delete
    2. Your Driving License is pending processing এইটার মানে কি, বলতে পারেন ভাই?

      Delete
  37. I lost my driving license so i applied for re issue the driving license and now its more than a year i haven't received the card yet. How can i check the status of my license card ? Please advice

    ReplyDelete
  38. অফিসে যোগাযোগ করতে হবে।

    ReplyDelete
  39. Replies
    1. অফিসে যোগাযোগ করতে হবে।

      Delete
  40. Raferanc number hariya gala kibaba janta parbo

    ReplyDelete
    Replies
    1. অফিসে যোগাযোগ করতে হবে।

      Delete
  41. I have given my finger print on 14 January 2019 but till to date I didn't get my license. How can I get my license?

    ReplyDelete
    Replies
    1. অফিসে যোগাযোগ করতে পারেন।

      Delete
  42. Replies
    1. অফিসে যোগাযোগ করতে পারেন।

      Delete
  43. My DL delivery date was 17.11.2019 but I I don't get any sms from brta why?

    ReplyDelete
    Replies
    1. আপনার লাইসেন্স এখনও তৈরি হয় নাই তাই কোন মেসেজ আসে নাই।

      Delete
  44. আমার যেই ফোন নাম্বারটা লার্নার এর ওপর দেওয়া আছে সেই ফোন নাম্বার হারিয়ে গেছে তাই আমি অন্য নাম্বার দিয়ে DL ref সহ 26969 নাম্বারে SMS করছি কিন্তুু কোনো ফিরতি SMS পাচ্ছি না। দয়া করে এর কারণটা যদি যানাতেন?

    ReplyDelete
  45. আমার ড্রাইভিং লাইসেন্সের ডেলিভারি ডেট ছিল 3/9/2019. কিন্তু এখনো পর্যন্ত কোন প্রকার এসএমএস বিআরটিএ থেকে আসে নাই। আমার DL অবস্থা চেক করার জন্য 6969 এ আমার রেফারেন্স নাম্বার সেন্ড করি।
    Return SMS আসে,
    "No Driving License applications found associated with your mobile and/or reference number. Please double-check your reference number and type DLYour Reference Number."

    Please suggest me what can I do.

    ReplyDelete
    Replies
    1. আপনার রেফারেন্স নং দেখতে হবে।

      Delete
  46. আমার DL অবস্থা চেক করার জন্য 6969 এ আমার রেফারেন্স নাম্বার সেন্ড করি।
    Return SMS আসে,
    "No Driving License applications found associated with your mobile and/or reference number. Please double-check your reference number and type DLYour Reference Number." profesonal reference no : DM31080062

    ReplyDelete
    Replies
    1. আপনি DL DM3P1080062 লিখে সেন্ড করুন।

      Delete
    2. আপনার লাইসেন্স পেশাদার হলে
      DL DM3P1080062 লিখুন।

      আর আপনার লাইসেন্স পেশাদার না হলে
      DM3NP1080062 লিখে সেন্ড করুন।

      Delete
    3. ভাই DLV ....... এভাবে চেক করুন

      Delete
    4. returne for same messages আমার DL অবস্থা চেক করার জন্য 6969 এ আমার রেফারেন্স নাম্বার সেন্ড করি।
      Return SMS আসে,
      "No Driving License applications found associated with your mobile and/or reference number. Please double-check your reference number and type DLYour Reference Number."

      Delete
  47. আপনার লাইসেন্স পেশাদার হলে DL DM3P তারপর রেফারেন্স নং দিয়ে সেন্ড করুন। আর পেশাদার না হলে DL DM3NP তারপর রেফারেন্স নং দিয়ে সেন্ড করুন। উদাহরণ পেশাদার হলে DL DM3P12345 লিখতে হবে আর পেশাদার না হলে DL DM3NP12345 লিখতে হবে। DM3 হল ঢাকা মেট্রোর জন্য P হল পেশাদার লাইসেন্সের জন্য এবং NP হল অপেশাদার লাইসেন্সের জন্য লিখতে হয়। তার পরের অংশ হল আপনার লাইসেন্স এর রেফারেন্স নং। এই লেখাটা শুধু মাত্র ঢাকা জেলার জন্য। বিভিন্ন জেলার কোড বিভিন্ন রকম হবে।

    ReplyDelete
  48. This comment has been removed by the author.

    ReplyDelete
  49. ভাই চট্টগ্রাম হলে কিভাবে লিখতে হবে example plz

    ReplyDelete
  50. DL CG তারপর মেট্রো সার্কেল 1 হলে 1 লিখবেন আর 2 হলে 2 লিখবেন। তারপর পেশাদার হলে P লিখবেন আর পেশাদার না হলে NP লিখবেন। তারপর লাইসেন্স কোড লিখবেন। কিন্তু লিখার পর মাত্র একবার স্পেস দিতে হবে। তারপর বাকিটা একত্রে লিখবেন কোন স্পেস দিবেন না।
    উদাহরণ DL CG2P123456789 লিখে সেন্ড করুন।

    ReplyDelete
    Replies
    1. চট্টগ্রাম BRTA আমার রেফারেন্স নাম্বার CM2F19590A9NP ৬ মাস হয়ে গেল এখন ও আমার ড্রাইভিং লাইসেন্স আসেনি প্লিস স্যার চেক করে আমাকে জানান বতমান কি অবস্তা প্লিস i wait your respons sir

      Delete
  51. মেট্রো সার্কেল 1 হলে DL CG1P123456789
    মেট্রো সার্কেল 2 হলে DL CG2P123456789
    পেশাদার হলে P এর স্থানে P লিখবেন এবং পেশাদার না হলে P এর NP লিখবেন।

    ReplyDelete
  52. No Driving License applications found associated with your mobile and/or reference number. Please double-check your reference number and type DLYour Reference Number.
    এটা দেখায় কেনো এখন? ১ মাসের বেশি হয়েছে finger and photo তুলে papers নিয়ে আসছি..

    ReplyDelete
  53. LH0002522L00000 Who is this person? Why this learner Expire Date Is 1 year? Who is this person that this learner accepted from one year.????????? Please will be informed me?

    ReplyDelete
  54. This comment has been removed by the author.

    ReplyDelete
  55. চট্টগ্রাম BRTA আমার রেফারেন্স নাম্বার CM2F19590A9NP ৬ মাস হয়ে গেল এখন ও আমার ড্রাইভিং লাইসেন্স আসেনি প্লিস স্যার চেক করে আমাকে জানান বতমান কি অবস্তা প্লিস i wait your respons sir

    ReplyDelete
    Replies
    1. আপনার sms আপনাকেই করতে হবে। আপনি যেই মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল থেকে sms পাঠাবেন। বিস্তারিত জানতে চাইলে আমার উপরের দেয়া কমেন্ট রিপ্লাই গুলো দেখতে পারেন ।আশা করি আপনি সমাধান পেয়ে যাবেন।

      Delete
    2. আমার রেফারেন্স নাম্বার হলো CG2019034631NP, ১৯ সালে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া, এসএমএস দিলে লেখা আসে Thanks for your SMS. এটার সমাধান কি ভাইয়া জানাবেন?

      Delete
  56. গত ২৯,৭,১৯,,,এ আমি ফিঙ্গার দিয়েছি, এখন sms দিলে এই লেখা আসে এতে কি বুঝায় বলবেন প্লিজ,আমি কত দিন নাগাত কার্ড পেতে পারি,অথবা অন্য কোন সমস্যা আছে কি নাNo Driving License applications found associated with your mobile and/or reference number. Please double-check your reference number and type DLYour Reference Number.
    DMI-186866

    ReplyDelete
  57. Professional হলে type
    DL DM1P86866
    আর নন Professional হলে type
    DL DM1NP86866 And send 6969 নম্বরে ।
    বিস্তারিত জানতে আমার উপরের দেয়া কমেন্ট রিপ্লাই গুলো দেখতে পারেন। আশা করি আপনি সমাধান পেয়ে যাবেন।

    ReplyDelete
  58. lanar card asay exam ses hoisay finger kobay nebay aita ke check kora jabay

    ReplyDelete
  59. অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গারপ্রিন্ট তারিখ দেখব কোন ওয়েবসাইট থেকে?

    ReplyDelete
  60. ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা হয়েছে ৭/৫/২০১৯ কিন্তু এখনো ফিঙ্গারপ্রিন্ট হয়নি, সে ক্ষেত্রে আমি কি করতে পারি দয়া করে কেউ আমাকে উত্তরটা দেবেন

    ReplyDelete
  61. স্যার আমরা রানার কার্ড হইছে পরীক্ষা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট তারিখ কিভাবে জানব

    ReplyDelete
  62. amar pingar hoysa 06-10-2019 card daoar potom date desa 01-12-19 tokon card toire hoy ni poroboti time desa 30-04-2020 akhono sms asa ni ami kmona bojbo card hoysa ke na

    ReplyDelete
  63. আমি গত ২৫/৭/২০১৯ ডেলিভারি কাগজ পেয়েছি। আমার লাইসেন্সটি ২৫/০২/২০২০ বিতরন তারিখ দেয়া আছে। আমি মেসেজে করে দিয়ে জানতে চাইলাম আমার লাইসেন্স এখন কি আবস্থাতে আছে। মেসেজে বলছে ২০১৪ যে আপনার লাইসেন্স ডেলিভারি হয়েছে। এটা আমার পুরাতন টার ডেলিভারী তারিখ। কিন্ত নতুন টার ব্যপার বলছে না।

    ReplyDelete
  64. আমি ড্রাইভিং লাইসেন্স করেছি আজ ৭ মাস হলো মেসেজ পাঠালাম রিপ্লে আসে Pending processing. কি করবো??

    ReplyDelete
  65. Vai figar dise 08 12 2019 tarikhe

    ReplyDelete
  66. আঙ্গুলের ছাপ ও ছবি তোলার পর প্রাপ্তিশ্বীকার কপি টি হারিয়ে গেছে। রেফারেন্স নম্বর ছাড়া লাইসেন্স রেডি হয়েছে কিনা জানা যাবে?

    ReplyDelete
  67. আমি ২০১৯ অক্টোবর এর ২৬ তারিখ পিরোজপুর পুলিশ কার্যালয়ে গিয়ে পিঙ্গার দিয়ে ছিলাম তার একমাস পরে আমাকে একটা হলুদ পিঙ্গার এর কাগজ দেওয়া হইছিলো কিন্তু ওখানে কোন DL নাম্বার নাই যার কারণে আমি অনলাইনে চেক করতে পারিছিনা আসলে এটার সমাধান কি যদি একটু বলতেন দয়া করে?

    ReplyDelete
  68. December 15 te figure print dea aschi. SMS dele dekhai processing pending, ar koto din lagte pare process hoite?

    ReplyDelete
  69. ভাই আমি ফিংগার দিয়েছি 6/6/2019তারিখ কিন্তু কোন মেসেজ পাচিছ না। আমি মেছেজ দিলে রিপলে আসে your DL is xxxxxxxx ready to pikup. But,এখন আমি কি করতে পারি? বলবেন ভাইয়া।

    ReplyDelete
  70. আমার ড্রাইভিং লাইসেন্স হারিয়ে যাওয়ার পর যথাযথ process এ চট্টগ্রাম বিআরটিএ তে ৪ মাস আগে আবেদন করি।আজ মেসেজ দেয়ার পর এই মেসেজটি রিপ্লায় আসে।your Driving License CG....................8 is pending processing.
    এর মানে কি এবং কবে নাগাদ ড্রাইভিং লাইসেন্সটি হাতে পেতে পারি?
    ধন্যবাদ।

    ReplyDelete
  71. sir আমি সকল পরিক্ষায় পাশ করেছি তারা ২৫ দিন পর রেজাল্ট নিতে ডেকেছে এক্ষেত্রে আমার ২-১ দিন জেতে দেরি হলে প্রব্লেম হবে কি?

    ReplyDelete
  72. আমি ঢাকা উতরা BRTA থেকে ফিঙ্গারও ছবি ওঠানো সম্পন্ন করি 21/10/19 কিন্তু আজ ও কোন SMS পাইনাই।Refarance no:DMNP 56291
    Please একটু জানাবেন কি অবস্থা?

    ReplyDelete
  73. স্লিপ হারিয়ে ফেলেছি এখন কিভাবে রেফারেন্স নাম্বার জানতে পাবো

    ReplyDelete
  74. আমার লাইসেন্স এর ফিংগারপ্রিন্ট হয়েছে দের বছর আগে এখন ও card পাচ্ছি না কেন জানতে পারি,,, আর কবে পাব তা জানতে পারি???? Please help me

    ReplyDelete