(১) মোটরযানের নিবন্ধন নাম্বার ও হারানো ট্যাক্স-টোকেনের মেয়াদ উল্লেখ করে থানায় সাধারণ ডায়রি (জিডি) করতে হবে।
(২) বাংলাদেশ পুলিশের ট্রাফিক ডিভিশন থেকে ট্রাফিক ক্লিয়ারেন্স (জিডি-এর উপর বর্ণিত মোটরযানের ট্যাক্স-টোকেনটি জব্দ করা হয়নি মর্মে উল্লেখ করে ট্রাফিক অফিস কর্তৃক সিল ও স্বাক্ষরিত প্রত্যয়ন) সংগ্রহ করতে হবে।
(৩ক) ট্যাক্স টোকেনটি যদি ব্যাংক থেকে নবায়ন করা করা হয়ে থাকে তাহলে, যে ব্যাংক থেকে ট্যাক্স টোকেনটি নবায়ন করা হয়েছে সে ব্যাংকে ট্রাফিক ক্লিয়ারেন্সসহ জিডি ও ট্যাক্স-টোকেনের প্রতিলিপি ফি ২৩/- টাকা (ভ্যাটসহ) জমা দিয়ে ট্যাক্স-টোকেনের প্রতিলিপি সংগ্রহ করা যাবে।
(৩খ) ট্যাক্স-টোকেনটি যদি বিআরটিএ থেকে ইস্যু করা হয়ে থাকে, তাহলে বিআরটিএ’র ফি জমা নেয় এমন যে কোন ব্যাংকে ট্যাক্স-টোকেনের প্রতিলিপি ফি ২৩/- টাকা (ভ্যাটসহ) জমা দিয়ে ট্রাফিক ক্লিয়ারেন্সসহ জিডি ও ফি জমার রশিদের বিআরটিএ’র কপিসহ বিআরটিএ’র যে অফিস থেকে মোটরযানটি রেজিস্ট্রেশন করা হয়েছে বা বিআরটিএ’র যে অফিসে এন্ডোর্সড হয়েছে সে অফিসের সহকারী পরিচালক(ইঞ্জিনিয়ারিং) ও রেজিস্ট্রেশন কর্তৃপক্ষের নিকট থেকে ট্যাক্স-টোকেনের প্রতিলিপি সংগ্রহ করা যাবে।
I went to four banks today to renew my tax token but failed. First I went to shajalal islamic bank progoti sharani branch they said their server is down, secondly I went to city bank progoti sharani branch, they said their brta service until 01:00 PM, thirdly I went to one bank progoti Sharani branch,they said their system is down. Finally I went to al arafa islami bank progoti sharani branch, they said their printer is not working. It seems to me no one is interest to govt. regulated service. Please take necessary action on this.
ReplyDeleteOn 20 december I deposited my fitness fee including tax token and AIT. The amount came 22723tk but the bank representative at BRTA counter kept 22750tk. I remid3d him that the amount is 22723tk but yet he kept 22750tk. Tk 27 extra is not a big issue but they are keeping this extra amount of different figure from everyone. Think how much they are pouring in their pocket. Is tgere any complain booth for BRTA? Everyobe, kindly ck the amount in online software and you will be able to know the exact amount to be paid on that date. BRTA authority should take necessary steps against such frodgery.
ReplyDeleteOn 20 december I deposited my fitness fee including tax token and AIT. The amount came 22723tk but the bank representative at BRTA counter kept 22750tk. I remid3d him that the amount is 22723tk but yet he kept 22750tk. Tk 27 extra is not a big issue but they are keeping this extra amount of different figure from everyone. Think how much they are pouring in their pocket. Is tgere any complain booth for BRTA? Everyobe, kindly ck the amount in online software and you will be able to know the exact amount to be paid on that date. BRTA authority should take necessary steps against such frodgery.
ReplyDeleteJs0019682cl0004
ReplyDeleteআমি নতুন রেজি: জন্য আপনাদের বুথে টাকা জমা দিয়েছি, আমার ফরমে ইঞ্জিন নং ও চেসিস নং লেখা ঠিক আছে। কিন্তু টাকা জমার কম্পিউটার রশিদে চেসিস নম্বরের সংখ্যা ১টা ডিজিট কম লেখা আছে। ইঞ্জিন নম্বর লেখা ঠিক আছে। এখন আমার কি করনিয়। যানালে খুব উপকৃত হব।
ReplyDeleteআমি পুরাতন একটি মটর সাইকেল কিনেছি ব্লুবুক আছে কিন্তু আমাকে tax token দেয়নি এখন কিভাবে tax dibo please advise me .
ReplyDeleteআমারও একি অবস্থা, আপনি পরে কি করেছেন?
Deleteআমার ও ঐ একই সমস্যা।
Deletethank you
ReplyDeleteTaxtoken
ReplyDeleteTax token হারিয়ে গেছে করনিওকি
Deleteআমি আমার মোটরযানের ট্যাক্স টোকেন হারিয়ে ফেলেছি। এখন ট্যাক্স টোকেনের প্রতিলিপি পাওয়ার জন্য কি করতে হবে?
ReplyDelete