মোটরযানের ফিটনেস সনদ কি?
আপনার মোটরযানটি সড়কে চলাচলের উপযুক্ত কি-না সে সম্পর্কিত সনদ। ‘মোটরযান অধ্যাদেশ ১৯৮৩’ - এর আলোকে ‘মোটরযান বিধিমালা ১৯৮৪’-এর বিধি ৬৮(১) অনুযায়ী একজন মোটরযান পরিদর্শক ‘Form VTR’-এ উল্লিখিত মোটরযানের মোট ৬০টি বিষয় পরিদর্শনের পর সঠিক পাওয়া স্বাপেক্ষে মোটরযানের ফিটনেস সনদ প্রদান করেন।
ফিটনেস নবায়ন পদ্ধতি
১। মোটরযানের ফিটনেস নবায়নের জন্য নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করে নির্ধারিত ফরম (সিএফ.আর.এ ফরম)-এ আবেদন করতে হয়:
(১) নির্ধারিত ফি জমা রশিদ;
(২) হালনাগাদ ট্যাক্স টোকেন এর ফটোকপি;
(৩) মোটরযানের অনুমিত/অগ্রিম আয়কর প্রদানের প্রমাণপত্র (অনুমিত/অগ্রিম আয়কর জমা দিতে TIN আবশ্যক)
(৪) পূর্বের ফিটনেস সার্টিফিকেটের মূল কপি;
২। মোটরযানটি পরিদর্শনের জন্য বিআরটিএ’র নির্ধারিত সার্কেল অফিসে হাজির করতে হবে;
৩। সন্তোষজনক পরিদর্শন রিপোর্টের উপর ভিত্তি করে ফিটনেস নবায়ন করা হয়।
কোথায় থেকে মোটরযানের ফিটনেস নবায়ন করাবেন?
সর্বশেষ বিআরটিএ’র যে সার্কেল অফিস হতে মোটরযানের রেজিস্ট্রেশন গ্রহণ বা ফিটনেস নবায়ন করেছেন অথবা মোটরযানটি এন্ডোরস্ করিয়ে যে সার্কেল অফিসে নেওয়া হয়েছ, সে সার্কেল অফিসে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ তার মোটরযানের ফিটনেস নবায়নের জন্য আবেদন করবেন এবং পরিদর্শনের জন্য মোটরযানটি ঐ অফিসে হাজির করবেন।
Monday, November 27, 2017
মোটরযানের ফিটনেস নবায়ন করব কিভাবে?
Subscribe to:
Post Comments (Atom)
223538
ReplyDelete